প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
পড়তে পড়তে ট্যাংরার শীল লেনের দাস বাড়ির দুই ভাই বোন শিখেছিল পূজোর নানা রীতিনীতি। পড়তে গিয়েই জানা, একটি নয়, দুর্গাপুজো করা যায় সাত-সাতটি রীতি মেনে। তার মধ্যে একটি রীতি অনুযায়ী আদ্রা নক্ষত্রের তিথিতে দুর্গার বোধনের বিধান রয়েছে। প্রতিপদ অর্থাৎ মূল পূজোর অনেকদিন আগেই হয়ে থাকে সেই বোধন। সেই রীতি মেনেই রবিবার শুরু হয়ে গেল শীল লেনের দাসবাড়ির পুজো।