Assembly Election

ভোটের দিন নকশাল হানা ছত্তীসগঢ়ে, মিজ়োরামে মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মঙ্গলবার মিজ়োরাম ও ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে মিজ়োরামে। ছত্তীশগঢ়ে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৪:৫৮
Share:
Advertisement

৪০টি আসনের মিজ়োরাম বিধানসভায় নির্বাচন। শাসক দল মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জ়োরাম পিপলস‌্ মুভমেন্ট (জেডপিএম) এবং প্রাক্তন শাসকদল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে ২৩টি আসনে।

৯০টি আসনের ছত্তীসগঢ় বিধানসভায় নির্বাচন, প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২০টি আসনে। ২০টি আসনের মধ্যে ‘অতি স্পর্শকাতর’ ১০টি বিধানসভায় সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এবং অন্য ১০টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement