সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না পাকিস্তান। প্রেমদাসায় শ্রীলঙ্কার কাছে হার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে জয় ছিনিয়ে নিলেন কুশল মেন্ডিসরা। দু’ উইকেট হাতে রেখেই পাকিস্তানের দেওয়া ২৫২ রানের লক্ষ্যে পৌঁছে গেল শ্রীলঙ্কা। যার ফলে এ বারও এশিয়া কাপে ‘ভারত-পাকিস্তান ফাইনাল’ স্বপ্নের সলিল সমাধি ঘটল। রবিবার প্রেমদাসায় শ্রীলঙ্কার সঙ্গে দেখা হবে ভারতের। পাকিস্তানের এই হারে কি সুবিধাই হল ভারতের? পরিসংখ্যান বলছে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ উজ্জ্বল। এখনও পর্যন্ত সাত বার এশিয়া কাপ ফাইনাল জিতেছে ভারত, তার মধ্যে পাঁচ বারই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। অন্যদিকে, এখনও পর্যন্ত শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে ছয় বার। এর মধ্যে মাত্র দু’বার প্রতিপক্ষ ছিল ভারত। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কার ফর্ম সপ্তমে। যদিও টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের কাছেই হারতে হয়েছে তাঁদের। ফাইনালেও সেই ফলের পুনরাবৃত্তির আশায় ভারতীয় ফ্যানরা।