ভিডিয়ো সৌজন্যে পিটিআই, সম্পাদনা: অসীম
ডিজিটাল যুগে বদলেছে নির্বাচনী প্রচারের ধরন। কিন্তু তা বলে বাজার থেকে হাওয়া হয়ে যায়নি এত দিনের চেনা ভোটের প্রচারসামগ্রী। ছাপাখানায় ব্যস্ততা বেড়েছে লোকসভা ভোটের মরসুমে। মিটিং-মিছিলের সংখ্যা যত বাড়ছে, ততই দিল্লির সদর বাজারের দোকানে দোকানে বাড়ছে পতাকা, টুপি, ব্যানারের চাহিদা। অল ইন্ডিয়া ইলেকশন মেটিরিয়াল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, নির্বাচনী মরসুমে এই ব্যবসার সঙ্গে জুড়ে থাকেন লাখো লাখো মানুষ। পতাকা সেলাই হোক বা প্রচারপত্রে পিন লাগানো— হাত লাগান বাড়ির মেয়েরাও। ভোট শুধুই গণতন্ত্রের উৎসব নয় এ দেশে, বাজারও গরম হয় নির্বাচনী উত্তাপে।