প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
মোদী সরকারের জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ এবং সাংবিধানিক। সোমবার ঐতিহাসিক সর্বসম্মত রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ৩৭০ ধারা বিলোপের বৈধতা নিয়ে বাকি চার বিচারপতির সঙ্গে সহমত পোষণ করলেও, নিজের পৃথক রায়ে বিচারপতি সঞ্জয় কউলের সংযোজন, কাশ্মীরে দীর্ঘ দিনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কথা মাথায় রেখে সে রাজ্যে শান্তি ফেরাতে দক্ষিণ আফ্রিকার ধাঁচে একটি সত্য ও পুনর্মিলন কমিশন বা ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠন করা জরুরি। কী এই কমিশন? কী ভাবে কাজ করবে? এটি আদৌ ‘কাশ্মীর-সমস্যা’র সমাধানে সফল হতে পারে? আলোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।