Abrogation of article 370

কাশ্মীরে ৩৭০ বিলোপ বৈধ, রায়ে কী বলল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের হয়েছিল। ৫ সেপ্টেম্বর এই বিষয়ে রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৭:১৮
Share:
Advertisement

২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করেছিল কেন্দ্রীয় সরকার। রাতারাতি পূর্ণ অঙ্গরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। রাষ্ট্রপতির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বহু মামলা দায়ের হয়েছিল। সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছিল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। ২ অগস্ট থেকে টানা ১৬ দিন শুনানির পরে গত ৫ সেপ্টেম্বর রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার রায় বেরোল সোমবার। সর্বসম্মত রায়ে সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, ৩৭০ অনুচ্ছেদের বিলোপ সম্পূর্ণ সাংবিধানিক। আর কী বলল দেশের শীর্ষ আদালত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement