আরজি কর আবহে সাধারণ মানুষের মুখে মুখে ট্রেন্ডিং হয়ে ওঠে ‘আর কবে?’ সুরে-কথায়-কন্ঠে অরিজিৎ সিংহ। নেটিজ়েনরা ‘আর কবে?’-কে ক্ষোভ-ঘৃণা-রাগ-অপমান-প্রতিশোধের সমার্থক হিসেবে উগরে দেন নিজেদের সমাজ মাধ্যমের দেওয়ালে। অরিজিতের পরে এ বার শ্রেয়া ঘোষাল। শিরোনামে ফের সেই আরজি কর। আবারও সুরে-কথায় প্রতিবাদের স্বর। দর্শক ঠাসা নেতাজি ইনডোর। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে শ্রেয়ার গান, ‘এ যে শরীরের চিৎকার, তুমি বন্ধু আজও শুনবে’। মোবাইল-বন্দি সেই গান মুহূর্তেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুণমানে এই দুই নির্মাণ কি সময় উত্তীর্ণ, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।