Shreya Ghoshal

আরজি করের বিচার চেয়ে প্রতিবাদের গান, অরিজিতের পর ট্রোলের শিকার শ্রেয়া ঘোষাল

আরজি কর আবহে অরিজিৎ সিংহ এবং শ্রেয়া ঘোষালের গাওয়া দু’টি গান হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। লক্ষ কণ্ঠে রাজপথে ধ্বনিত হয় ‘আর কবে’ আর ‘শরীরের চিৎকার’। গুণমানে এই দুই নির্মাণ কি সময় উত্তীর্ণ?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২০:২৯
Share:
Advertisement

আরজি কর আবহে সাধারণ মানুষের মুখে মুখে ট্রেন্ডিং হয়ে ওঠে ‘আর কবে?’ সুরে-কথায়-কন্ঠে অরিজিৎ সিংহ। নেটিজ়েনরা ‘আর কবে?’-কে ক্ষোভ-ঘৃণা-রাগ-অপমান-প্রতিশোধের সমার্থক হিসেবে উগরে দেন নিজেদের সমাজ মাধ্যমের দেওয়ালে। অরিজিতের পরে এ বার শ্রেয়া ঘোষাল। শিরোনামে ফের সেই আরজি কর। আবারও সুরে-কথায় প্রতিবাদের স্বর। দর্শক ঠাসা নেতাজি ইনডোর। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে শ্রেয়ার গান, ‘এ যে শরীরের চিৎকার, তুমি বন্ধু আজও শুনবে’। মোবাইল-বন্দি সেই গান মুহূর্তেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুণমানে এই দুই নির্মাণ কি সময় উত্তীর্ণ, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement