ভয় কি অমূলক? ভয়ের কোনও কারণ কী সত্যিই নেই?
আছে।
ভয়ের যথেষ্ট কারণ আছে। যখন এমন দু’জন মানুষের মধ্যে প্রেম জন্মায়, যাঁদের জন্মসূত্রে ধর্ম আলাদা, তখন নানা ভয় ঘিরে ধরে যুগলকে। ভয়ের কারণ আছে, যখন তাঁরা একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন। বিরোধিতা তো কেবল পরিবারের তরফ থেকে আসে না, বিরোধিতা সর্বত্র। প্রায়শই খবরের শিরোনামে আসে ভিন্ন ধর্মের প্রেম ছিল বলে গণপিটুনির মতো ঘটনা। ভিন্ন ধর্মে বিয়ে করার ‘অপরাধ’-এ হত্যা। এমন খবর আকছাড় কানে আসে। ফলে ভিন্ন ধর্মে বিবাহ করলে লোকে কী বলবে, সে প্রশ্ন ঘুরপাক খায় মনে। তেমনই কিছু অনুভূতির কথা সোমবার উঠে এল আনন্দবাজার অনলাইনের ইউটিউব এবং ফেসবুকের অনুষ্ঠান ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’-র চোদ্দতম পর্বে।