প্রতিবেদন: সুদীপ্তা, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
দেশজুড়ে কার্যকর হল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে এ দেশে পালিয়ে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত। ২০১৯ সালে সিএএ পাশ হলেও এতো দিন বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কার্যকর হয়নি নয়া নাগরিকত্ব বিধি। অবশেষে লোকসভা ভোটের আগে, ২০২৪ সালের ১১ মার্চ কার্যকর হল আইন। ২০১৯ সালেও এই আইনের বিরোধিতায় সরব হয়েছিল কলকাতার নাগরিক সমাজ। বিজ্ঞপ্তি জারির পর আরও এক বার সিএএ-বিরোধী মিছিল দেখল শহর।