তাঁর কণ্ঠ চেনে না এ রকম বাঙালি বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। মহালয়ার ভোরে ঘুম ভাঙা থেকে শুরু, তার পর দশ দিন ধরে পাড়ায় পাড়ায় লাউডস্পিকারে তাঁর স্তোত্রপাঠ। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। উত্তর কলকাতার রামধন মিত্র লেনে তাঁর পৈতৃক ভিটে আগলে রয়েছেন পুত্রবধূ সুস্মিতা। ‘মহিষাসুরমর্দিনী’ আর বাঙালির অতি পরিচিত কণ্ঠের অজানা গল্পে আনন্দবাজার অনলাইন।