গত রবিবার রবীন্দ্র সরোবরে ভেসে উঠেছিল দেড় টন মরা মাছ। নজরুল মঞ্চ লাগোয়া পদ্মপুকুরের এই ঘটনা দেখে আশঙ্কিত পরিবেশবিদরা। তাঁদের দাবি, সরোবরের মধ্যে যে কেএমডিএ-র ফোয়ারাগুলি রয়েছে, সেগুলি মাঝেমধ্যেই বন্ধ থাকে, তার জেরেই জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় । ঘটনার দায় কার, সেই নিয়ে শুরু হয় চাপানউতর। আনন্দবাজার অনলাইনে এই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় পদ্মপুকুর সংস্কারের কাজ। রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম এবং সবুজ মঞ্চের যৌথ উদ্যোগে এবার জলে ছাড়া হবে দু’হাজার মাছ।