West Bengal Panchayat Election 2023

মাথায় রিভলভার ঠেকিয়ে হুমকি, পঞ্চায়েত ভোটের প্রভাব পড়বে লোকসভায়: দীপ্সিতা ধর

এসএফআই নেত্রী দীপ্সিতা ধরের মা দীপিকা ধর এ বার হাওড়া জেলা পরিষদের প্রার্থী। গণনার দিনে মা-মেয়ের মুখোমুখি আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ২১:৩৪
Share:
Advertisement

গণনার আগে থেকেই হুমকি ছিল বলে অভিযোগ করছেন হাওড়া জেলা পরিষদের প্রার্থী দীপিকা ধর। তাঁর সংযোজন, বিভিন্ন গণনাকেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে তাঁদের এজেন্টদের। তবে দীপিকার দাবি, মানুষের ‘ভোট লুঠ’ আটকাতে পেরেছেন ‘কমরেডরা’। এ বারে দলের কাউন্টিং এজেন্ট ছিলেন দীপ্সিতা। গণনার দিনও যে কারচুপি করা যায়, তা তাঁর আগে ধারণা ছিল বলে জানাচ্ছেন তিনি। ছাপ্পা, বুথ দখলের পরেও জিতবে না বলে ভয় পেয়েছে তৃণমূল, তাই গণনার দিনেও ঝামেলা, এমনই দাবি করছেন দীপ্সিতা। তাঁর মা-র আশঙ্কা, ভোটে জেতা-হারা তো থাকবেই, কিন্তু সমাজ যদি কলুষিত হয়ে যায়? তবে আত্মবিশ্বাসী মেয়ে, বলছেন, ‘‘মহিলারা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, মানুষ কোমর বাঁধছেন, তাঁরা সুযোগ পেলে ব্যালট বাক্সে জবাব দেবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement