Press Freedom

জীবনের ছবি নিয়ে ফুটপাতে প্রদর্শনী চিত্রসাংবাদিকদের

‘ছবি তো শুধু ছবি নয়, মানুষের গল্প’— এই ভাবনাই ফ্রেমবন্দি করেছেন চিত্রসাংবাদিকেরা।

প্রতিবেদন: সুদীপ্তা এবং সৌরভ, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৮
Share:
Advertisement

সরস্বতী পুজোয় কলকাতার চিত্রসাংবাদিকদের অভিনব উদ্যোগ। শতাধিক চিত্রগ্রাহকের ছবি নিয়ে আয়োজিত হল ছবি প্রদর্শনী, যার নাম রাখা হয়েছে ‘চিত্র যেথা ভয়শূন্য।’ বুধবার ডেকার্স লেন সংলগ্ন ফুটপাতের উপর এই ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। দু’দিন ধরে চলা এই প্রদর্শনীতে ঘুরে গিয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে ক্রীড়া জগতের নক্ষত্ররা। বুধবার এসেছিলেন অরূপ বিশ্বাস, রবীন দেবের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। বৃহস্পতিবার এলেন মনোজ তিওয়ারি। আনন্দবাজার-সহ কলকাতা থেকে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমের চিত্রসাংবাদিকদের তোলা ছবি এই প্রদর্শনীতে রয়েছে। ছবি এসেছে দিল্লি, বেঙ্গালুরু থেকেও। উদ্যোক্তাদের কথায়, ৩ বছর সরস্বতী পুজো করার পর এই ছবি প্রদর্শনীর কথা ভেবেছেন তাঁরা। ‘ছবি তো শুধু ছবি নয়, মানুষের গল্প’— এই ভাবনা থেকেই প্রদর্শনী সাজিয়েছেন চিত্রসাংবাদিকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement