প্রতিবেদন: প্রিয়ঙ্কর ও রিঙ্কি, সম্পাদনা: অসীম
জানুয়ারির শুরু থেকেই সংবাদ শিরোনামে সন্দেশখালি। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকেরা। অভিযোগ ওঠে, শাসকদলের কর্মীদের মারেই মাথা ফাটে এক আধিকারিকের, জখম হন আরও দু’জন। পট পরিবর্তন হয় কয়েক দিন আগে। শাহজাহান, তাঁর অনুগামী বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে পথে নামেন শ’য়ে শ’য়ে স্থানীয় মহিলা। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শিবপ্রসাদের পোল্ট্রি ফার্ম এবং মেছো ভেড়ির অফিসে। সোমবার সন্দেশখালি যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খতিয়ে দেখতে যায় রাজ্য মহিলা কমিশনের দু’সদস্যের একটি দলও। তাঁদের সামনে নিজেদের ক্ষোভ উজাড় করে দিলেন মেয়েরা। কী কী অভিযোগ তাঁদের? কে এই শিবু-উত্তম? ভেড়ি নিয়ে রাজনীতির জাঁতাকলে কী ভাবে আটকে সন্দেশখালি? দ্বীপের গ্রামে গ্রামে ঘুরে প্রতিবাদের টুকরো টুকরো ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।