হেঁটে চলে বেড়াচ্ছে নিজের খেয়ালে। সকালে ঘুম ভাঙার পর হাতির প্রাতঃভ্রমণের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন দার্জিলিঙে সুকনার কাছে শালবাড়ির বাসিন্দারা। ৫৫ নম্বর জাতীয় সড়কে ভোর থেকে সকাল পর্যন্ত দাঁপিয়ে বেড়াল দাঁতাল। যদিও এই ঘটনা প্রথম নয়। আগে ওই এলাকায় হাতির প্রাতঃভ্রমণের ইতিহাস রয়েছে। এবং কোনও বারেই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রত্যেক সময়েই নিজের মতো করে রুটমার্চ সেরে আবার জঙ্গলে ফিরে যায় তারা।
স্থানীয় সূত্রে খবর, নিউ চামটা চা বাগান এলাকায় রাতেই ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল হাতিটিকে। এর পর ভোরে নিউ চামটার চা বাগান সংলগ্ন মহানন্দা অভয়ারণ্য থেকে বেরিয়ে সুকনার কাছে শালবাড়িক ৫৫ নম্বর জাতীয় সড়কে চলে আসে সে। কিছু ক্ষণ ওই এলাকায় হাঁটাচলার পর আবার ফিরে যায় বনে। বছরখানেক আগেই এই এলাকায় একটি হাতিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। সে বারের মতো এ বারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।