স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না আর লালবাজারের সামনে বামেদের অবস্থান বিক্ষোভের মাঝেই গ্রেফতার সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আলোচনা ভেস্তে যাওয়ার পর, ধর্না মঞ্চে হামলার ছক কষতে ফোনালাপ— এই অভিযোগ তুলে সংবাদমাধ্যমের হাতে একটি অডিয়ো ক্লিপ তুলে দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই অডিয়ো ক্লিপের সূত্র ধরেই শুক্রবার হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। শনিবার গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই নেতা তথা কলকাতা সিপিএমের জেলা কমিটির সদস্য কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশের তরফে ডেপুটি কমিশনার অনীশ সরকার এ দিন সাংবাদিক বৈঠক করে বলেন, অডিয়ো নিয়ে তাঁদের কোনও সংশয় নেই। তিনি এও বলেন, জিজ্ঞাসাবাদের পর সঞ্জীব দাস অডিয়ো ক্লিপের কথা স্বীকারও করে নিয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন কলতান। কেন গ্রেফতার করা হল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলতান বলেন, ‘ষড়যন্ত্র।’