Lok Sabha Election 2024

বাম-তৃণমূল বচসায় বিক্ষিপ্ত অশান্তি কৃষ্ণনগরে, চাপড়ায় মাথা ফাটল সিপিএম কর্মীর

বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। চাপড়ায় সংঘর্ষ বাম-তৃণমূলের। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৫:৩১
Share:
Advertisement

চতুর্থ দফায় রাজ্যের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। চাপড়ার শোনপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১০ নং বুথে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিপিএম ভোটারদের ভোট দিতে বাধা দেয় তৃণমূল। দু’পক্ষের মধ্যে বচসা এবং পরে হাতাহাতির ঘটনায় এক বাম কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ বামেদের। পরিস্থিতি সামাল দিতে বুথে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মোট অভিযোগ দায়ের হয়েছে ৭১টি এবং বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ৬৯টি।

কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী এসএম সাদিরের অভিযোগ, ‘‘তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে সকাল থেকেই। বাম কর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ গড়ে তুলছে। সাধারণ মানুষ ভোট দেবেন। বিভিন্ন জায়গায় পুলিশকে জানিয়েও কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি।’’

Advertisement

অন্য দিকে, বেলডাঙার বুথে হাজির বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। মির্জাপুর অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করলেন তিনি। বুথে ঢুকে বিভিন্ন ভোটাদের সঙ্গে কথা বললেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement