Jadavpur University

পড়ুয়াদের জানাতে হবে কোথায় বসবে সিসিটিভি, যাদবপুরে সব পক্ষের বৈঠকে দাবি ছাত্র সংগঠনের

ছাত্রদের দাবি, সিসি টিভির ফুটেজে কারা নজরদারি চালাবেন, তা-ও জানাতে হবে।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪০
Share:
Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো নিয়ে আপত্তি নেই। তবে কোথায় সেই ক্যামেরা বসানো হবে, সে বিষয়ে কর্তৃপক্ষকে লিখিত ভাবে পড়ুয়াদের জানাতে হবে। সিসিটিভির ফুটেজে কারা নজরদারি চালাবেন, তা-ও জানাতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব পক্ষের বৈঠকে দাবি একাধিক ছাত্র সংগঠনের। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিজ্ঞপ্তি জারির আগেই ছাত্রদের সব তথ্য লিখিত ভাবে জানাতে হবে কর্তৃপক্ষকে। সেই দাবি কি মানবেন কর্তৃপক্ষ? রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সব পক্ষের লিখিত মতামত পর্যালোচনার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন উপাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement