প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
পরপারে প্রয়াত প্রিয়জনদের ভালো রাখতে পালন করা হয় 'অল সোলস’ ডে'। রোমান ক্যাথলিকেরা ১ নভেম্বর পালন করেন 'অল সেইন্টস ডে'। পরদিন, ২ নভেম্বর কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় প্রয়াত স্বজনদের।