প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
আলোর উৎসব দীপাবলি, দোসর হয় শব্দবাজি। চোখধাঁধানো আলো আর কানফাটানো শব্দের সঙ্গে যারা একেবারেই স্বচ্ছন্দ্য না, কী অবস্থা হয় তাদের? চিড়িয়াখানা সূত্রের খবর, প্রতি বছরই কালীপুজো ও দীপাবলির সময়ে বাড়তি সতর্কতা নিতে হয়। কারণ, শব্দবাজির আওয়াজে রীতিমত চমকে ওঠে চিড়িয়াখানার প্রাণীরা। সন্ধ্যার পর থেকে বাজির দাপটে শুরু হয় পশুপাখিদের ভোগান্তির পালা। চিড়িয়াখানার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। পুলিশের কড়া প্রহরা থাকে যাতে আশেপাশে কোথাও বাজি পোড়ানো না হয়।