প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
আসছে আসছে করেও তার দেখা নেই। রাতের তাপমাত্রা কমেছে, তবুও গরম জামা বার করার মতো ঠান্ডা এখনও পড়েনি। শীতের আগমনবার্তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রূকুটি। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।