হাওয়া অফিস জানাচ্ছে, ওড়িশা এবং অন্ধপ্রদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা পশ্চিমবঙ্গ উপকূলের থেকে অনেকটাই নীচে অবস্থান করছে। ওড়িশা, ছত্তিশগড় হয়ে পশ্চিম দিকে এগোবে নিম্নচাপ। ফলে এ রাজ্যে খুব একটা বেশি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ২৪ ঘণ্টা পর থেকে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।