প্রতিবেদন: প্রচেতা
এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ২১ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিল সিবিআই। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দু’জনকেই আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন এসএসসি নিয়োগে দুর্নীতিতে ‘মূল কাণ্ডারি’ পার্থই। দুই পক্ষের সওয়াল জবাবের শেষে পার্থ নিজে উঠে দাঁড়িয়ে জামিন চান। দীর্ঘ সওয়াল জবাবের পর পার্থ-কল্যাণময় দু’জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।