বিতর্কের কেন্দ্রে এ বার রাজস্থানের অজমের শরিফ দরগা। আটশো বছরের পুরনো ঐতিহাসিক এই দরগাকে শিবমন্দির ঘোষণার দাবি করা হয়েছে। নেপথ্যে হিন্দুসেনা নামে একটি উগ্রহিন্দুত্ববাদী সংগঠন। বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ২০ ডিসেম্বর শুনানি। হিন্দুসেনার হাতিয়ার একটি একশো বছরের পুরনো বই। কে লিখেছেন সেই বইটি? কী লেখা রয়েছে বইয়ের পাতায়?