অগ্নিপথ-বিক্ষোভে সবচেয়ে বেশি আক্রান্ত রেলপথ। গত ২৪ ঘণ্টায় দেশে ৭টি ট্রেনে অগ্নিসংযোগের খবর মিলেছে। প্রভাব পড়েছে কলকাতা এবং হাওড়়ার রেল পরিষেবাতেও। বাতিল হয়েছে একের পর এক দূরপাল্লার যাত্রিবাহী ট্রেন। বিনা নোটিসে ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগে যাত্রীরা দূরপাল্লার যাত্রীরা।
শুক্রবার সকালে হাওড়়া এবং কলকাতা থেকে পাঁচটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়। এগুলি হল, হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-দেহরাদূন উপাসনা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, জশিডি-কিউল প্যাসেঞ্জার ট্রেন। এর পর বিকেলে আরও ট্রেন বাতিল ঘোষণা করে পূর্ব-মধ্য রেল। এগুলি হল, ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফ্ফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস। এ ছাড়াও রয়েছে, জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।