প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
পুজোর ছুটির পর স্কুল খুলেছে, পঠনপাঠন হলেও বেতন ‘বন্ধ’ পাঠভবনের শিক্ষকদের। মাসের তৃতীয় দিনেও বেতন না পেয়ে কার্যত আন্দোলন শুরু করেছেন শিক্ষকদের একাংশ। সময়সূচি অনুযায়ী ক্লাস নেওয়ার পর স্কুলের গেটে এসে ‘অবস্থান বিক্ষোভ’ করছেন তাঁরা। শিক্ষকদের বক্তব্য, পাঠভবনে ‘প্রশাসনিক এবং আর্থিক অচলাবস্থা চলছে’। পড়ুয়াদের কথা ভেবে সূচি অনুযায়ী ক্লাস চললেও, শীঘ্রই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে! আগামীদিনেও বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এই আশঙ্কাই করছেন শিক্ষকদের একাংশ।