রবিবার ‘দিদির দূত’ হয়ে মহম্মদবাজার সফরে গিয়েছিলেন শতাব্দী। কিন্তু ফুল্লাইপুর এলাকায় তাঁর গাড়ি আটকে দেন ওই গ্রামের বাসিন্দাদের একাংশ। সাংসদের গাড়ি থামতেই তাঁরা উত্তেজিত স্বরে কথা বলতে থাকেন। পানীয় জল, সেচের জলের দাবি জানান তাঁরা। ওই জটলায় থাকা সুবল পাল নামে এক গ্রামবাসী বলেন, ‘‘আমাদের গ্রামে পানীয় জলের পরিস্থিতি খারাপ। আমরা জল, স্বাস্থ্য এবং চাষের সুবিধা চাই।’’ ফুল্লাইপুরের বাসিন্দাদের আশ্বস্ত করেন সাংসদ। গ্রামবাসীদের দাবি মেটানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।