একুশের সভামঞ্চ থেকে দলনেত্রীর বার্তা ছিল বৈভব বর্জনের। হেরে যাওয়া এলাকায় গিয়ে নতমস্তকে ক্ষমা চাওয়ার। মমতা এই নির্দেশ দেওয়ার দু’দিনের মধ্যেই বাড়ি-বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা গেল পুরাতন মালদহ পুরসভার এক তৃণমূল কাউন্সিলরকে। প্রসঙ্গত, উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে এ বারও জিততে পারেনি তৃণমূল। সেখানে এ বারও জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। অন্য দিকে, তৃণমূলের দখলে আসা কোচবিহারেও এক তৃণমূল নেতাকে দেখা গেল সাইকেলে গ্রাম ঘুরতে।