মণিপুরে ৩ মে থেকে শুরু হওয়া হিংসায় এ পর্যন্ত প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। কুকি-মেইতেই দ্বন্দ্বের কারণে ইম্ফল উপত্যকার সঙ্গে পাহাড়ি জেলাগুলির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। মেইতেই অধ্যুষিত ইম্ফলের মর্গে সংরক্ষিত কুকিদের মৃতদেহ জনজাতি প্রধান চূড়াচাঁদপুর, টেঙ্গনোপল এবং কাংপোকিতে পরিবারের কাছে ফেরানোয় সমস্যা ছিল। নভেম্বরে মণিপুরের একাধিক মর্গে সংরক্ষিত মৃতদেহের ‘যথাযথ ও সম্মানজনক’ সৎকারের জন্য সে রাজ্যের সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে, বৃহস্পতিবার চূড়াচাঁদপুর এবং কাংপোকিতে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হল ইম্ফলের মর্গে রাখা ৬০ জন কুকির দেহ। একই ভাবে ফেরানো হল ৪ জন মেইতেইর মৃতদেহও।