ছেলেবেলায় মা-বাবা আলাদা হয়ে গিয়েছিলেন। খাবার না থাকায় রোজা রেখেছিলেন সোয়েব আর তাঁর বোন। কলেজেই ছাত্র রাজনীতি করতেন। কংগ্রেস করার সময় মার খেয়েছেন প্রচুর। এরপর অভিনয়ে আসা। অনীক দত্ত, অঞ্জন দত্ত, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ। 'মির্জ়া'-তে খলনায়কের চরিত্র পাল্টে দিল জীবন। রাজনৈতিক অভিভাবক হয়ে পাশে পেলেন সায়নী ঘোষকে। ছেলেবেলার লড়াই, টলিউড ইন্ডাস্ট্রি, রাজনীতি নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা জমালেন সোয়েব ।