প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
বেশ কিছু দিন ধরেই শিরোনামে তৃণমূলের ‘নবীন বনাম প্রবীণ’ দ্বন্দ্ব। আর সেই সূত্র ধরেই এই প্রশ্ন উঠছে যে বাকি সব পেশার মতো রাজনীতিকদেরও অবসর গ্রহণ করা উচিত কি না। অবসর নিলেও তা কোন বয়সে? কে ঠিক করবে অবসর গ্রহণের মাপকাঠি? বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত আমেরিকাতে বার বার কথা উঠেছে প্রেসিডেন্টের বয়স নিয়ে। এই বিতর্ক কি ভারতীয় রাজনীতিতে নতুন? আলোচনায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জ়াদ মাহমুদ।