Abhishek Banerjee

অসমে উৎসব-খাতে বরাদ্দ টাকা, বাংলার গৃহহীনদের ত্রাণে অনুমতি নেই! প্রশ্ন অভিষেকের

রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের অভিষেক জানান, ‘কমিশনের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম ও বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২২:৫২
Share:
Advertisement

জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার জন্য টাকা দিতে চায় রাজ্য সরকার। কিন্তু নির্বাচন কমিশন তার অনুমতি দিচ্ছে না। বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবন থেকে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, দুপুরে কমিশনের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না। আমার প্রশ্ন, এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী?’’ অভিষেক আরও বলেন, শুক্রবার তিনি জলপাইগুড়িতে যাবেন এবং সভা করবেন ধূপগুড়িতে। সেখানে ১৬০০ পরিবারের প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement