আমি ‘নেপোটিজ়মের প্রোডাক্ট’, সুযোগ পাওয়ার আগে তিনশো অডিশন দিয়েছিলাম: আয়ুষ শর্মা
তাঁর জীবনে সলমন খানের আবির্ভাব থেকে বদলে যাওয়া জীবন, স্ত্রী অর্পিতার সাহচর্য থেকে সমাজমাধ্যমে ট্রোলিং, অকপট আয়ুষ শর্মা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৯:২৫
Share:
Advertisement
একের পর এক অডিশন, নানা চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর বদলে যায় আয়ুষের লড়াই। সলমনের বোন অর্পিতার সঙ্গে বিয়ে, ভাইজানের সঙ্গে দেখা হওয়ার পর ‘লভযাত্রী’র অভিজ্ঞতা। ‘কমফোর্ট জ়োন’ থেকে বেরিয়ে ‘রুসলনে’র মাধ্যমে নতুন চ্যালেঞ্জ আয়ুষের।