সংসদে বাদল অধিবেশনের শুরুতেই মণিপুর নিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টায় বিরোধীরা। একদিকে যখন মণিপুর নিয়ে সংসদের ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করলেন তামিলনাড়ুর সাংসদ মনিকম টেগোর, তখন ‘ইন্ডিয়া’ জোটের আর এক শরিক আপের রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা সরাসরি দাবি তুললেন রাষ্ট্রপতি শাসনের। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাঘব চড্ডা বলেন, “মণিপুরের পরিস্থিতি এখন আর শুধুমাত্র মণিপুরের অভ্যন্তরীণ বিষয় হয়ে থেমে নেই। গোটা দেশের সুরক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদেশেও মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। বিজেপির সব মন্ত্রীকে আমি বলব, তাঁরা যেন সাংবিধানিক ধর্ম পালন করেন। এই মুহূর্তে মণিপুরের বিজেপি সরকারকে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।”