malda news

পঠনপাঠন হচ্ছে না, এই অভিযোগ তুলে স্কুলের প্রধানশিক্ষককে তালাবন্দি করা হল মালদহের গ্রামে

বিদ্যালয়ে পঠনপাঠন হচ্ছে না, এই অভিযোগ তুলে ছয় ঘণ্টারও বেশি প্রধানশিক্ষককে বিদ্যালয়ে বন্দি করে রাখলেন অভিভাবকরা। এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজারের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৯:১৬
Share:
Advertisement

বিদ্যালয়ে পঠনপাঠন হচ্ছে না, এই অভিযোগ তুলে ছয় ঘণ্টারও বেশি প্রধানশিক্ষককে বিদ্যালয়ে বন্দি করে রাখলেন অভিভাবকরা। এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজারের শহরের চন্দনপার্ক এলাকার মডেল মাদ্রাসা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, প্রায় ১০ মাস ধরে বিদ্যালয়ের পঠনপাঠন সে ভাবে হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। প্রধান শিক্ষককে মুক্ত করতে গেলে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদের। প্রধান শিক্ষক আফরোজ জামান হক বলেন, ‘‘স্কুলে ১২ জন অস্থায়ী শিক্ষক রয়েছেন। তাঁরা বিগত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। সে জন্য তাঁরা বিদ্যালয়ে নিয়মমাফিক আসেন না। যার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এই বিষয়টি জেলা শিক্ষা দফতর এবং জেলা প্রশাসনকে জানিয়েছি। আশা করছি, খুব শীঘ্রই এর সমাধান হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement