Primary School

Primary School: পাশেই গঙ্গা, দিন কাটে আশঙ্কায়, বলাগড়ের এই স্কুলে এখনও চলছে পঠনপাঠন

হুগলির জিরাটের চর খয়রামারি প্রাথমিক স্কুলটি নদীর ধারে। স্কুলের পাশের মাটি ক্ষয়ে যাচ্ছে। ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে ওই স্কুলে।

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৬:০৫
Share:
Advertisement

আগে প্রায় দু’কিলোমিটার দূরে ছিল গঙ্গা। এখন সেই গঙ্গা চলে এসেছে স্কুলের কয়েক ফুটের মধ্যে। ফলে স্কুলের পাশের মাটি ক্ষয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলটি। ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে ওই স্কুলে। হুগলির বলাগড়ের জিরাট গ্রাম পঞ্চায়েতের সেই চর খয়রামারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করল হাই কোর্টও। বিষয়টি নিয়ে জানতে বুধবার হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন এবং জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তলব করা হয়েছে। পাশাপাশি এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের নির্দেশও দিয়েছেন বিচারপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement