প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন
বাঁচাতে হবে গঙ্গা। রুখতে হবে দূষণ। এই বার্তাকে সামনে রেখেই ২৯ নভেম্বর মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে একক কায়াকিং শুরু করেন সুদেষ্ণা পাল। ১৫ দিন পর কলকাতার প্রিন্সেপ ঘাটে শেষ হল সুদেষ্ণার একক কায়াকিং। ৪০০ কিলোমিটার নদীপথে গঙ্গা দূষণ প্রতিরোধের বার্তাই বহন করেছেন তিনি। সামাজিক সচেতনতা বাড়ানোই ছিল তাঁর উদ্দেশ্য।