দুর্গাপুরের আকাশে এ বার উড়ল ‘চন্দ্রযান’। সেই কাণ্ড ঘটিয়ে দেখালেন দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু। এই মনুই কিছু দিন আগেই ১০ আসনের বাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। পেশায় ফুল ব্যবসায়ী মনু। সেই মনুই এ বার তৈরি করেছেন চন্দ্রযান-৩-র রেপ্লিকা। তাঁর তৈরি ওই রকেট আকাশে ৩০ ফুটেরও বেশি উড়তে পারে বলে দাবি করেছেন মনু। থার্মোকল, রড, প্লাইবোর্ড, কয়লা এমন নানা জিনিস দিয়ে ওই রকেট তৈরি করেছেন তিনি। তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে।