প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
পুজোয় অনেকেই বেড়াতে যান। কেউ ট্রাভেল এজেন্সির সঙ্গে, কেউ বা নিজেদের উদ্যোগে। যাঁরা অনলাইনে হোটেল বুকিং করেন, তাঁদের অনেকেই সাইবার প্রতারণার শিকার হন। পরিবার পরিজন নিয়ে আপনি হোটেলে পৌঁছে গেছেন, তখন জানতে পারলেন, পুরো টাকা অনলাইনে জমা করার পরেও বুকিং হয়নি। টাকাও গেল, পরিবার নিয়ে আপনিও আতান্তরে। এই পরিস্থিতিতে কী করবেন? অনলাইন বুকিং এর ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখবেন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।