গুপ্তিপাড়ার টেংরিপাড়ায় একটি বাড়িতে ঢুকে পড়ে চন্দ্রবোড়া। এর পর সেই সাপটি একটি প্লাস্টিকের জারের মধ্যে ঢুকে যায়। খবর দেওয়া হয় চন্দনকে। তিনি ব্যান্ডেলের বাসিন্দা। চন্দন গিয়ে সাপটি উদ্ধার করেন। সেইসঙ্গে গ্রামবাসীদেরও সজাগ করেন তিনি। সাপে কামড়ালে রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, ওঝা-গুনিনের কাছে গিয়ে সময় নষ্ট করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।