Snake Scare

গুপ্তিপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার চন্দ্রবোড়া

দিন কয়েক আগে ওঝার কাছে ঝাড়ফুঁক করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক সাপে কাটা রোগীর। হুগলির বলাগড়ের সেই গুপ্তিপাড়ায় এক গৃহস্থের বাড়ি থেকে সোমবার উদ্ধার করা হল একটি বড়সড় চন্দ্রবোড়া সাপ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ২০:১০
Share:
Advertisement

গুপ্তিপাড়ার টেংরিপাড়ায় একটি বাড়িতে ঢুকে পড়ে চন্দ্রবোড়া। এর পর সেই সাপটি একটি প্লাস্টিকের জারের মধ্যে ঢুকে যায়। খবর দেওয়া হয় চন্দনকে। তিনি ব্যান্ডেলের বাসিন্দা। চন্দন গিয়ে সাপটি উদ্ধার করেন। সেইসঙ্গে গ্রামবাসীদেরও সজাগ করেন তিনি। সাপে কামড়ালে রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, ওঝা-গুনিনের কাছে গিয়ে সময় নষ্ট করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement