গ্রামে হানা দিয়েছে ভালুক। আর তাকে ধরতে পিছু পিছ ঘুরছেন বনকর্মীরা। শনিবার এমনই দৃশ্য দেখা গিয়েছে আলিপুরদুয়ারের কানচিনির গ্রামে। তবে এলাকায় ভালুক ঢোকায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
শনিবার দুপুর বেলা কালচিনির উত্তর লতাবাড়ি গ্ৰামের বাসিন্দারা দেখতে পান একটি ভালুক। তার জেরে গ্রামবাসীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গ্রামবাসীদের অনেকে ভিড় করেন ভালুকটি দেখতে। ভিড়ের জেরে ভালুকটি গ্রামের আশপাশে যে ঝোপঝাড় রয়েছে সেখানে লুকিয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরেও। ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তাঁরা নেট দিয়ে এলাকা ঘিরে ফেলেন। ভালুকটিকে উদ্ধার করার চেষ্টা শুরু করেন তাঁরা।