cremation

ব্যান্ডপার্টি ভাড়া করে শতায়ু বৃদ্ধার শ্মশানযাত্রায় শামিল ৫৬ নাতিপুতি!

বৃহস্পতিবার সকালে ১১০ বছর বয়সে মৃত্যু হয় নদিয়ার শান্তিপুরের পার্বতী ঘোষের। ব্যান্ডপার্টি ভাড়া করে তাঁর শ্মশান যাত্রার ব্যবস্থা করলেন নাতিপুতিরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ২২:১২
Share:
Advertisement

শতায়ু বৃদ্ধার শ্মশান যাত্রায় অংশ নিলেন চার প্রজন্মের ছেলেমেয়েরা। তাঁদের মধ্যে শুধুমাত্র নাতিপুতির সংখ্যা নাকি ৫৬! বৃহস্পতিবার সকালে ১১০ বছর বয়সে মৃত্যু হয় নদিয়ার শান্তিপুরের পার্বতী ঘোষের। ব্যান্ডপার্টি ভাড়া করে তাঁর শ্মশান যাত্রার ব্যবস্থা করলেন নাতিপুতিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ফুলিয়ার ঘোষ পাড়ার পার্বতী বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়সটাও নেহাত কম নয়। ১১০ বছর পার! স্বামী নকুল ঘোষ মারা যান ছ’বছর আগেই। জানা গিয়েছে, বৃদ্ধার আট ছেলে এবং এক মেয়ে। মোট চার প্রজন্মের প্রায় দুই শতাধিক আত্মীয়স্বজন মিলে নেচেগেয়ে পার্বতীর শেষকৃত্যে অংশ নিলেন। পরিবারের লোকেরা জানাচ্ছেন, পার্বতীরও এমনই ইচ্ছা ছিল। এক সদস্য বলেন, ‘‘ঠাকুমা চেয়েছিলেন আমরা যেন এ ভাবেই তাঁকে কাঁধে চাপিয়ে শ্মশানে নিয়ে যাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement