ভাষ্য : রিঙ্কি, সম্পাদনা: অসীম
উত্তর মালদহের বিস্তীর্ণ এলাকার রাজা ছিলেন রামচন্দ্র রায়চৌধুরী। শুধু বাংলা নয়, বিহারের কিছু অংশও তাঁর রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। দোর্দণ্ডপ্রতাপ কিন্তু প্রজাদরদি এবং ধর্মপ্রাণ হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল পূর্ব ভারত জুড়ে। কথিত আছে, এক বার রাজা স্বপ্নাদেশ পান দেবী চণ্ডীর। সেই স্বপ্নাদেশে মহানন্দার ঘাটে স্নান করতে যান তিনি। সেই সময় তাঁর হাতে চতুর্ভুজা অষ্টধাতুনির্মিত মাতৃমূর্তি উঠে আসে। প্রতিবছরই বিসর্জনের সময় মালদহের মরা মহানন্দা নদীর ওপারে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষ লণ্ঠন নিয়ে পথ দেখান দুর্গাকে। সেই আলোয় আলোকিত হয়ে ওঠে নদীর পার। এর পরেই শুরু হয় ভাসান। চাঁচল রাজবাড়ির তিনশো বছরের এই পুজো সম্প্রীতির এক নিদর্শন।