himachal pradesh

বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলে ২৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়বে আশঙ্কা প্রশাসনের

সোমবার সকালে শিমলার সামার হিলের শিবমন্দিরে বহু পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। ভারী বৃষ্টির কারণে মন্দিরের একাংশ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ধসে পড়ে। কংক্রিটের নীচে চাপা পড়ে যান মন্দিরের ভিতরে থাকা পুণ্যার্থীদের অনেকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শিমলা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ১৮:২৮
Share:
Advertisement

ভারী বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। বর্ষার তাণ্ডবে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সোমবার সকালে শিমলার সামার হিলের শিবমন্দিরে বহু পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। ভারী বৃষ্টির কারণে মন্দিরের একাংশ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ধসে পড়ে। কংক্রিটের নীচে চাপা পড়ে যান মন্দিরের ভিতরে থাকা পুণ্যার্থীদের অনেকে। আশঙ্কা করা হচ্ছে, ভেঙে পড়া কংক্রিটের চাঁইয়ের নীচে এখনও চাপা রয়েছেন ১৫-২০ জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রশাসনের। রবিবার রাতে বৃষ্টির কবলে পড়ে হিমাচলের সোলান এলাকার জাডোন গ্রাম। জলের তোড়ে ভেসে যায় একাধিক বাড়ি। এই ঘটনায় মোট সাত জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ছ’জনকে। বৃষ্টিপাতের ফলে হিমাচলের মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, হিমাচলে এখনই থামছে না বৃষ্টিপাত। হিমাচলের চাম্বা, কাংড়া, হমিরপুর, মান্ডি, বিলাসপুর, সোলান, শিমলার বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement