এ যাবৎকালে উষ্ণতম জুলাই মাসের সাক্ষী থাকল ২০২৩ সাল। এর আগে এই রেকর্ড ছিল ২০১৯ সালের। এ বারে সে নজির ভেঙে গেল। গত মাসের গড় তাপমাত্রা ২০১৯ সালের জুলাই থেকে ০.৩৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পৃথিবীতে জুলাই মাসের গড় উষ্ণতা যা ছিল, গত মাসে গড় উষ্ণতা তার থেকে ০.৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সাম্প্রতিক এক রিপোর্টে এমনই দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ জীবাশ্মের দহন। সে কারণে আরও ঘন ঘন হচ্ছে তাপপ্রবাহ। তার মেয়াদও বৃদ্ধি পেয়েছে। ঝড় এবং বন্যার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, “উত্তর গোলার্ধেরও বিভিন্ন অংশে তাপপ্রবাহ হচ্ছে। এমনকি, দক্ষিণ ইউরোপেও। দক্ষিণ আমেরিকার দেশগুলি এবং আন্টার্কটিকায় গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।” আগামী দিনে তাপমাত্রা ও উষ্ণায়ন জনিত দুর্যোগ আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা জলবায়ু পর্যবেক্ষক সংস্থার রিপোর্টে।