চাঁচল রাজা শরৎচন্দ্র রায় চৌধুরীর হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। বর্তমানে নেই রাজা, নেই তার রাজত্ব। এই পুজোর হাল ধরেছেন গ্রামের মানুষ। সপ্তমী থেকে দশমী চার দিন মহা ধুমধাম সহকারে পূজিত হন চতুর্ভুজা চণ্ডী। নবমীতে চল রয়েছে পাঁঠা বলির। দশমীর সন্ধ্যায় গোধূলি লগ্নে গ্রামের চণ্ডী দিঘিতে বিসর্জন দেওয়া হয়।