১২ অগস্ট, ১৯৪৭ রেডিওতে ঘোষণা করা হয়েছিল নদিয়া জেলার নবদ্বীপ বাদে শান্তিপুর, কৃষ্ণনগর ও অন্যান্য মহকুমা ভারত নয়, পূর্ব পাকিস্তানের অংশ। ক্ষোভে ফেটে পড়েছিলেন নদিয়ার মানুষ।এরপর ১৭ অগস্ট গভীর রাতে আবার রেডিওতে ঘোষিত হল, কৃষ্ণনগর, শান্তিপুর ও রাণাঘাট ভারতের মানচিত্রেই থাকছে। উল্লাসে ফেটে পড়েছিলেন এলাকার মানুষ। সেই থেকে শান্তিপুরে ১৫ অগস্ট নয়, ১৮ অগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস।