প্রতিবেদন: প্রচেতা
এই মুহূর্তে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্য হীন। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এর মধ্যেই আইনসম্মত ভাবে স্থায়ী উপাচার্য ও ডিন নিয়োগের দাবি, পাশাপাশি চার বছর স্নাতক পাঠক্রমের জন্য পরিকাঠামোগত উন্নয়ন ও অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে এবার পথে নামছে যাদবপুর, কলকাতা সহ ১৪ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। আগামী ১ আগস্ট প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও বিকাশ ভবনের সামনে ‘দাবি দিবস’ পালনের ডাক দিয়েছেন তাঁরা। পাশাপাশি বিকাশ ভবনের সামনেও একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে চলেছেন তাঁরা। অন্যদিকে রাজ্যের সার্বিক শিক্ষাব্যবস্থার পরিস্থিতি নিয়ে প্রাক্তন উপাচার্যদের আয়োজিত ন্যাশনাল কনভেনশন অব হায়ার এডুকেশনের যে সমস্ত বক্তারা রয়েছেন তাঁদের সকলকে চিঠিও দেবেন। এছাড়া রাজ্যপালের সঙ্গেও দেখা করতে চান এই শিক্ষক সংগঠনগুলি।