প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
গড়িয়ার আদি মহাশ্মশান। সৌন্দর্যায়নে ভোলবদল হলেও এই শ্মশানের সঙ্গেই জড়িয়ে আছে প্রাগৈতিহাসিক যুগের মঙ্গলকাব্য। এখানে নিজের রূপ বদলেছে আদি গঙ্গাও। তবে একটা সময় এই জলপথেই বাণিজ্য করতে যেতেন চাঁদ সওদাগরের পরিবার। সেই সময়েই এই স্থানে নির্মিত হয়েছিল জোড়া শিবমন্দির। গড়িয়ার আদি মহাশ্মশানে যার অস্তিত্ব আজও বিরাজমান। সেই শ্মশানের কালী পুজো এ বার ১১৯ বছরে পা রাখল। রাজ্যের ক্রীড়া এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায়ই বেড়েছে পুজোর আড়ম্বর। এখানে কালীপুজো হয় ধুমধুাম করেই। এ বারও তার ব্যতিক্রম হয়নি।