প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: সুব্রত
১০০০ দিন ধরে একটাই দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। চাকরি চাই! এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা ধর্মতলায় গান্ধীমূর্তির নীচে তাঁদের আন্দোলনের হাজারতম দিনে নিজেদের মাথা মুড়িয়ে আরও এক বার প্রতিবাদে সরব হলেন। “১০০০ দিন ধরে কেন রাস্তায় পড়ে থাকব! আমাদের স্কুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক,” বলছেন মুর্শিদাবাদ থেকে আসা এক জন আন্দোলনকারী। পরিবার-পরিজনকে ছেড়ে গান্ধীমূর্তির নীচে ধর্না চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা নিজেদের জেদে অনড়, ‘হকের চাকরি’ না পেলে আরও হাজার দিন লড়াই চালিয়ে যেতে পিছপা হবেন না।